ঝিনাইদহে রেল লাইন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে: এমপি মহুল

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০১:১৬ পিএম

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল এমপি।

মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল এমপি।

ঝিনাইদহে রেল লাইন প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল।

গতকাল শুক্রবার (১৭ মে) রাত ৯টায় ঝিনাইদহ মুসা মিয়া আইসিটি সেন্টারে আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

এসময় তিনি বলেন, ঝিনাইদহ শহরে ৫টি পাবলিক টয়লেট নির্মাণ করা হবে। পুরাতন ডিসি কোর্ট চত্বরে টয়লেট ভেঙে মার্কেট নির্মাণ করা ঠিক হয়নি। সরকারি জমি যথেচ্ছা ব্যবহারের সুযোগ নেই। বিষয়টি নিয়ে আমি একজন জনপ্রতিনিধি হিসেবে সংসদে কথা বলব।

প্রায় ঘন্টাব্যাপি চলা এ মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রয়োজনীয় উদ্যোগ তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি কাজ করে যাচ্ছি। সংসদে জেলার বিভিন্ন সমস্যা ও গুরুত্বপূর্ণ দাবিগুলো উত্থাপন করছি। অচিরেই কিছু সমস্যার সমাধান হবে বলে তিনি আশ্বস্ত করেন।

মতবিনিময় সভায় জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh