ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৩:২৪ পিএম

কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল থো‌পিল। ছবি: সংগৃহীত

কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল থো‌পিল। ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে আজ শ‌নিবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল থো‌পিল।

আজ শ‌নিবার এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায় ঢাকায় কানাডার হাইক‌মিশন।

বিজ্ঞ‌প্তি‌তে জানানো হয়, কানাডার ই‌ন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল থো‌পিল আগামীকাল রবিবার (১৯ মে) থে‌কে তিন দিনের সফরে আজ শ‌নিবার সন্ধ্যায় ঢাকায় আসবেন।

বাংলাদেশ সফরের সময় তিনি সরকা‌রি কর্মকর্তা এবং অংশীজনেদের সঙ্গে সাক্ষাৎ ক‌রবেন।

এসময় ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে এই অঞ্চলের প্রতি কানাডার প্রতিশ্রুতি বাস্তবায়ন, দুইদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিমুখী বি‌নি‌য়োগে উৎসাহিত করার জন্য কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করবেন তিনি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh