বিচার পাওয়ার অধিকার সকল নাগরিকের রয়েছে: প্রধান বিচারপতি

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৫:০৭ পিএম

বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুন্জ নির্মাণ কাজের উদ্বোধন।

বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুন্জ নির্মাণ কাজের উদ্বোধন।

সুপ্রিম কোর্টের আপীল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায়বিচার পাওয়ার অধিকার বাংলাদেশের সকল নাগরিকের রয়েছে। এটা সংবিধানে গ্যারান্টি করেছে। প্রত্যেক মানুষের মৌলিক অধিকার রয়েছে ন্যায়বিচার পাওয়ার। 

আজ শনিবার (১৮ মে) সকালে কক্সবাজার জেলা জজ আদালতের কাছে বিচারপ্রার্থী জনগণের বিশ্রামাগার ন্যায়কুন্জ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আদালতে বিচার প্রার্থীরা ন্যায় বিচার পাওয়ার জন্যই আসে। আদালতের কর্তব্য হচ্ছে বিচার প্রার্থী সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করা। এর পাশাপাশি বিচার প্রার্থীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে।

এসময় প্রধান বিচারপতি কক্সবাজারে মাদক মামলার দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা উল্লেখ করেন। এসময় সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র বিচারপতি এম এনায়েতুর রহিমসহ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট ডিভিশনের বিচারপতিবৃন্দ, সুপ্রিম কোর্টের ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার জজ আদালতের বিচারক, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন। পরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান কক্সবাজার চিফ জুডিশিয়াল কোর্ট এলাকা পরিদর্শন করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh