বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৪, ০৮:০২ পিএম
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটককৃতরা। ছবি: বেনাপোল প্রতিনিধি
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে মিয়ানমারের এক (রোহিঙ্গা) নাগরিক ও তিন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আজ শনিবার (১৮ মে) দুপুরের দিকে ঘিবা সীমান্তের একটি মাঠ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঢাকার খিলগাঁও এলাকার ধুপিচাঁদ মণ্ডলের ছেলে কেষ্টধর মণ্ডল (৫০), মুন্সীগঞ্জ জেলা সদরের সন্দুয়া গ্রামের শ্রী সুধীর চন্দ্রের স্ত্রী আশা রানী বাছার (৪০), নড়াইল জেলার কালিয়া থানার পেড়লী গ্রামের খোকা শেখের মেয়ে শিউলী খাতুন (৩৫) এবং মিয়ানমারের নাগরিক (রোহিঙ্গা) মো. হোসেন (২৫)।
বিজিবি জানায়, তাদের কাছে খবর আসে ঘিবা সীমান্তের একটি মাঠ দিয়ে চারজন নারী-পুরুষ অবৈধভাবে ভারতে যাবে। এমন খবরের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সীমান্তের ওই মাঠের কাছাকাছি অবস্থান করেন। এসময় ওই চারজন সীমান্তের মাঠ দিয়ে ভারতের দিকে যাওয়ার সময় তাদের আটক করে বিজিবি। পরে তাদেরকে ঘিবা বিজিবি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আটক তিন বাংলাদেশি বলেন চিকিৎসার জন্য তারা ভারতে যাচ্ছিলেন। আটক অপর মিয়ানমারের নাগরিক বলেন কাজের উদ্দেশ্যে তিনি ভারতে যাচ্ছিলেন।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ঘিবা ক্যাম্পের কমান্ডার আব্দুস সামাদ জানান, অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঘিবা সীমান্ত থেকে মিয়ানমারের এক নাগরিকসহ তিন বাংলাদেশিকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।