পুলিশ-অটোরিকশা চালকদের সংঘর্ষের মাঝে পড়ে পথচারী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৬:৫২ পিএম

রাজধানীর মিরপুরের কালশীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের কালশীতে ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের সড়ক অবরোধ। ছবি: সংগৃহীত

ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর মিরপুরের কালশীতে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় একজন পথচারী গুলিবিদ্ধ হয়েছেন।

সাগর মিয়া (২২) নামে ওই গুলিবিদ্ধ যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সাগরকে হাসপাতালে নিয়ে আসা রাকিবুল ইসলাম জানান, তাদের বাসা মিরপুর ১১ নম্বর সেকশন, বাউনিয়াবাদ এলাকায়। সেখানে একটি টেইলার্সে কাজ করেন সাগর। তারা দুজন আজ সকালে একটি কাজে উত্তরায় গিয়েছিলেন। বিকালে সেখান থেকে মিরপুরের বাসায় ফিরছিলেন। পথে কালশী মোড়ে এসে দেখেন পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের একটি সংঘর্ষ হচ্ছে। অটোরিকশা চালকদের দমাতে পুলিশ সেখানে গুলি চালাচ্ছিল। তখন সেই সংঘর্ষের মাঝে পড়ে গেলে সাগরের গলা ও বাম কাঁধে ৪-৫টি গুলি লাগে। এসময় তিনি রাস্তায় পড়ে যান।

পরে তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, সাগর নামে ওই যুবক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

এর আগে রবিবার বিকাল সোয়া চারটার দিকে কালশী মোড়ে এ সংঘর্ষ শুরু হয়। এসময় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন আন্দোলনকারীরা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh