ফেনীতে বজ্রপাতে ২ শিক্ষার্থীর মৃত্যু

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৭:২৬ পিএম

বজ্রপাতের প্রতীকী ছবি

বজ্রপাতের প্রতীকী ছবি

ফেনীতে বজ্রাঘাতে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রবিবার (১৯ মে) এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ফেনীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে এক তরুণের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ফেনীর ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামে তার মৃত্যু হয়। নিহত ওই তরুণের নাম মাহাদী হাসান (১৭)। তিনি ছালনাইয়ার উত্তর কুহুমা গ্রামের প্রবাসী আতিকুর রহমান মজুমদারের ছেলে। মাহাদী এবার এসএসসি পাস করে প্রথম বর্ষে ভর্তির প্রস্তুতি নিচ্ছিল।

স্থানীয় ইউপি সদস্য মাহতাব উদ্দিন মজুমদার জানান, মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হন মাহাদী। তাকে মাঠে পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ছাগলনাইয়া এবং পরে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিক অপরজনের নাম নাম ঠিকানা জানা যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh