প্রার্থিতা ফিরে পেলেন প্রতিমন্ত্রীর ভাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৪, ০৭:৩৮ পিএম

জামিল হাসান দুর্জয়। ছবি: সংগৃহীত

জামিল হাসান দুর্জয়। ছবি: সংগৃহীত

উপজেলা নির্বাচনে গাজীপুরের শ্রীপুর থেকে চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দুর্জয়ের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। 

দুর্জয়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রবিবার বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

হাইকোর্টের এই আদেশে দুর্জয়ের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আশরাফ আলী সুজন। আইনজীবী বলেন, হাইকোর্ট প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে রুল জারি করেছেন। সেই সঙ্গে তাকে নির্বাচনে অংশ নিতে সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আদালত। 

এর আগে বারবার নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগে দুর্জয়ের উপস্থিতিতে শুনানি করে গত ১৫ মে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত দেয় নির্বাচন কমিশন (ইসি)। পরে ইসির সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন দুর্জয়। 

উল্লেখ্য, জামিল হাসান (দুর্জয়) শ্রীপুর উপজেলা নির্বাচনে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন। তিনি গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই। জামিল হাসান ওই নির্বাচনী আসনের টানা ৫ বারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রহমত আলীর ছেলে। এছাড়া তিনি গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। তিনি এর আগে ওই নির্বাচনী আসন থেকে দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচন করতে চেয়েছিলেন। সর্বশেষ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন; কিন্তু মনোনয়ন পান তার ছোট বোন রুমানা আলী। পরে বোনকে সমর্থন করে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান ও বোনের পক্ষে নির্বাচনী কাজে অংশ নেন। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh