ড্যাফোডিলে মহাবিশ্ববিষয়ক সেমিনার আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৯:৫২ এএম

বিজ্ঞানবক্তা আসিফ। ফাইল ছবি।

বিজ্ঞানবক্তা আসিফ। ফাইল ছবি।

'মহাবিশ্বে আমরা কোথায়’ শীর্ষক সেমিনারে আয়োজন করেছে ড্যাফোডিল ইউনিভার্সিটি। আজ সোমবার (২০ মে) রাজধানীর সাভারের বিরুলিয়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির অ্যাস্ট্রোফিজিক্স সেন্টারে (১৫ তলা, নলেজ ভেলি) সকাল ১১টায় এ সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মূল বক্ত হিসেবে আলোচনা করবেন বিজ্ঞানবক্তা আসিফ। এতে আরও বক্তব্য রাখবেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অ্যাস্ট্রোফিজিকস সেন্টারের পরিচালক অধ্যাপক আরিফ আহমেদ।

এর আগে পারস্পরিক সহযোগিতামূলক কাজের উদ্দেশে বিজ্ঞানবক্তা আসিফের সম্পাদিত ত্রৈমাসিক পত্রিকা মহাবৃত্তের সঙ্গে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বা এমওইউ, অর্থাৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।আসিফের প্রতিষ্ঠিত ডিসকাশন প্রজেক্ট-এর সহযোগী প্রকাশনা এটি।

উল্লেখ্য, ড্যাফোডিল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত এটিই দেশের প্রথম অ্যাস্ট্রোফিজিকস সেন্টার। ২০২৩ সালের ২৮ নভেম্বর এর উদ্বোধন করা হয়। ইতিমধ্যে এই অ্যাস্ট্রোফিজিকস সেন্টারে ভারতের দিল্লি থেকে আনা একটি ১০ ইঞ্চি অ্যাপারচার টেলিস্কোপ বসানো হয়েছে। এর সাহায্যে শিক্ষার্থীরা রাতের আকাশে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ এবং গ্যালাক্সি দেখার সুযোগ পাবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh