আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২০ মে ২০২৪, ০২:০৯ পিএম
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ফাইল ছবি
ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার সঙ্গীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মরদেহ উদ্ধারের পর দেশটির উত্তর-পশ্চিমের তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে।
আজ সোমবার (২০) এই তথ্য জানান ইসলামিক রিপাবলিক রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) প্রধান পীর হোসেন কোলিভান্দ।
টেলিভিশনে দেওয়া মন্তব্যে তিনি বলেন, পূর্ব আজারবাইজান প্রদেশে যেখানে তাবরিজের শহীদদের সমাধিস্থ করা হয়েছে সেখানে প্রেসিডেন্টসহ অন্যান্যদের মরদেহ পাঠানো হয়েছে। এর পর বৃহৎ আকারের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে।
এর আগে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি এবং তাদের সঙ্গে থাকা অন্য আরোহীরা মারা গেছেন বলে দেশটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা নিহতদের বাকিদের পরিচয় প্রকাশ করেছে। দুর্ঘটনায় নিহত অন্যরা হলেন- পূর্ব আজারবাইজানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি মোহাম্মদ আলী আল-ই হাশেম ও প্রেসিডেনসিয়াল গার্ড মাহদী মুসাভি, হেলিকপ্টারের পাইলট, কো-পাইলট এবং ক্রু।
উল্লেখ্য, গতকাল রবিবার (১৯ মে) পূর্ব আজারবাইজানের উত্তর-পশ্চিম প্রদেশের ভারজাকান অঞ্চলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সফরসঙ্গীদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। সোমবার দুর্ঘটনার প্রায় ১৬ ঘণ্টা পর ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মেলে। এরপর দেশটির বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি কেউই আর বেঁচে নেই।
সূত্র: ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার