উপজেলা পরিষদ নির্বচনকে কেন্দ্র করে কসবায় ছাএলীগ নেতাকে কুপিয়ে আহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৩:১৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় উপজেলা ছাএলীগের সাবেক সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় ১ জনকে আটক করা হয়েছে। 

আজ সোমবার (২০ মে) ভোররাতে বাড়ি যাবার পথে উপজেলার শাপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সোমবার ভোররাতে বাড়ি যাবার পথে উপজেলার শাপুর এলাকায় পৌছলে দুর্বৃত্তরা তার উপর হামলা করে। এতে সে গুরুতর আহত হয়। প্রথমে তাকে কসবা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখান থেকে তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী অ্যাড. রাশেদুল ভুইয়া কাউসার জীবন বলেন, নির্বাচনে আমার নেতাকর্মীদেরকে বিভিন্ন সময়ে হামলা ও মারধরের ঘটনা ঘটাচ্ছে প্রতিপক্ষের লোকজন । নির্বাচনে ভয় ভীতি সৃষ্টি করছে যাতে ভোটাররা কেন্দ্রে ভোট দিতে বিরত থাকে। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবী জানান।

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহদেদ বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh