নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ মে ২০২৪, ১০:৫১ পিএম
হাইকোর্ট। ছবি: সাম্প্রতিক দেশকাল
আদালতের স্থিতাবস্থা থাকার পরেও মুগদা সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।
আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আজ সোমবার (২০ মে) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও এডভোকেট মো. মশিহুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
গত ২৩শে এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহ’র সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাজধানীর মুগদা সড়কের দুই পাশে উচ্ছেদ অভিযান স্থগিতাদেশ দেন।
একইসঙ্গে কেন উচ্ছেদের আগে জমির মূল্য পরিশোধ এবং ক্ষতিপূরণ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। এ ছাড়াও এলাকাবাসীর পক্ষ থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর যে আবেদন দেয়া হয়েছে তা নিষ্পত্তি করার নির্দেশ দেন আদালত।
আদালতের এই নির্দেশনা থাকার পরও রাজধানীর মুগদা সড়কের দুইপাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।