শার্শা উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম

বেনাপোল প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৩:২৭ পিএম

শার্শার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি: বেনাপোল প্রতিনিধি

শার্শার বুরুজবাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র। ছবি: বেনাপোল প্রতিনিধি

৬ষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শায় আজ মঙ্গলবার (২১ মে) শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে ৩৭টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকায় কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

সকাল থেকে ভোটার উপস্থিতি ছিল খুবই কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি  কিছুটা বাড়তে থাকে।

যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার সাংবাদিকদের জানান, এই উপজেলায় কঠোর নিরাপওা ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কেউ বিশৃঙ্খলা ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

যশোরের জেলা প্রশাসক আবরাউল হাছান মজুমদার জানান, সকালে ভোটারের উপস্থিতি কম থাকলেও দুপুরের পর ভোটারদের উপস্থিতি বাড়বে। উপজেলা নির্বাচনে এই প্রথম ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে, তাই দেরি হওয়াটা স্বাভাবিক। তবে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে।

শার্শা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সীমান্তবর্তী শার্শা উপজেলা নির্বাচনে ১১টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৯ হাজার ১১১ জন। এর মধ্যে পুরুষ-ভোটার ১ লাখ ৫০ হাজার ১৯৯জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৯১০ জন।

১০২টি ভোট কেন্দ্রে ৮১৪টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন, ভাইস চেয়ারম্যান পদ চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ তিনজন। এ সকল কেন্দ্রে দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার ৮১৪ জন (প্যানল ভুক্ত ৮৯৮ জন) পোলিং অফিসার ১৬২৮ জন (প্যানল ভুক্ত ১৭৯৬ জন) দায়িত্ব পালন করছেন। তবে ১০২টি কেন্দ্রের মধ্যে ৩৭টি কেন্দ্র বিশেষ নজরদারিত রাখা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh