দল পেলেন তাসকিন, অবিক্রিত লিটন-মুশফিক-তামিম

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৪, ০৫:৩২ পিএম

টাইগার পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

টাইগার পেসার তাসকিন আহমেদ। ছবি: সংগৃহীত

৫০ হাজার ডলার ভিত্তিমূল্যে লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে কলম্বো স্ট্রাইকার্সে খেলার সুযোগ পেলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। 

তাসকিন আহমেদ দল পেলেও অবিক্রিতই থেকে গিয়েছেন তামিম ইকবাল, শরিফুল ইসলাম, লিটন দাস এবং মুশফিকুর রহিমের মতো ক্রিকেটাররা।

লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসেবে নাম উঠেছিল লিটন দাসের। ৩০ হাজার ডলারে নাম উঠেছিল লিটনের। তবে বাংলাদেশের এই উইকেটরক্ষককে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই।

বিরতির ঠিক আগে ৫০ হাজার ইউএস ডলারে নাম ওঠে মুশফিকুর রহিমের। তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকেও আগ্রহ ছিল না কোনো ফ্র্যাঞ্চাইজির।

এমনকি এবারের  নিলামে দল পাননি পাথুম নিশাঙ্কা, রাসি ভ্যান ডার ডুসেন, মার্টিন গাপটিল কিংবা কুশাল পেরেরার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh