বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৪, ০৮:০৬ পিএম
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: বরিশাল প্রতিনিধি
ফ্রিজে খাবার সংরক্ষণ এবং মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে নগরীর পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে তাৎক্ষণিক আদায় করা হয় ৪৯ হাজার টাকা।
আজ মঙ্গলবার (২১ মে) বেলা সাড়ে ১১টা থেকে দিনভর নগরীর নথুল্লাবাদ, চকেরপুল এবং পেঁয়াজপট্টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
অভিযান শেষে এই কর্মকর্তা সাংবাদিকদের জানান, ‘ঈদ উল আযহায় বাজার নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করছেন তারা। এর অংশ হিসেবে মঙ্গলবার নগরীর বিভিন্ন এলাকায় ওষুধের ফার্মেসি, মুদি দোকান ও আলু-পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করেন।
এসময় পেঁয়াজ পট্টির ব্যবসায়ীদের চালান রসিদ রাখার জন্য নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। সেই সাথে ফ্রিজে খাবার সংরক্ষণ এবং মূল্য তালিকা না থাকায় পাঁচটি প্রতিষ্ঠানকে পৃথকভাবে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঈদ উল আযহায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখতে শুরু হওয়া এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, ভোক্তা অধিকার।
অভিযানকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ওইন্দ্রানী দাস উপস্থিত ছিলেন। এসময় আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন মেট্রোপলিটন পুলিশের একটি টিম।