মাদারীপুরে কালকিনি উপজেলা নির্বাচনে বিজয়ী শাহিন, ইকবাল ও আরিফা

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৪, ১০:১৩ পিএম | আপডেট: ২১ মে ২০২৪, ১০:৩৫ পিএম

তৌফিকুজ্জামান শাহিন, ইকবাল হোসেন ও আরিফা আক্তার। ছবি: মাদারীপুর প্রতিনিধি

তৌফিকুজ্জামান শাহিন, ইকবাল হোসেন ও আরিফা আক্তার। ছবি: মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে ৬ষ্ঠ কালকিনি উপজেলা নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ২য় ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছে তৌফিকুজ্জামান শাহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ১৬ হাজার ৯৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে ইকবাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ২৫হাজার ৭১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আরিফা আক্তার। 

কালকিনি উপজেলার ১০ ইউনিয়ন ও ১ টি পৌরসভার ১ লক্ষ ৮৫হাজার ১০২ জন ভোটারের ৭৩টি কেন্দ্রে এই ভোটগ্রহণ শেষে ২৬.৬২ % ভোট কাস্ট হয়েছে। এই নির্বাচনে তিনটি পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এরমধ্যে চারজন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী, তিনজন পুরুষ চেয়ারম্যান প্রার্থী ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছে। 

মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও স্থানীয় সরকার উপপরিচালক( অতিরিক্ত দায়িত্ব)  নুসরাত আজমেরি হক নির্বাচন শেষে কাল কিনি উপজেলা পরিষদের হল রুমে আজ রাতে এ ফলাফল ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh