নির্বাচন কমিশনের নতুন সচিব হলেন শফিউল আজিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৯:৫৩ এএম

ইসির নতুন সচিব শফিউল আজিম। ছবি: সংগৃহীত

ইসির নতুন সচিব শফিউল আজিম। ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের নতুন সচিব হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিমক। শফিউল আজিম বর্তমান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলমের স্থলাভিষিক্ত হবেন। মো. জাহাংগীর আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব পদে বদলি করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ৩০ মে থেকে এই আদেশ কার্যকর হবে।

প্রশাসনের ১৫তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে শফিউল আজমকেই প্রথম সচিব হিসেবে পদোন্নতি দিয়ে পদায়ন করা হলো। বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনের আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের আইন ও বিধি অনুবিভাগের দায়িত্বে ছিলেন।

মো. জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর থেকে নির্বাচন কমিশন সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।



সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh