যশোরে সাপের কামড়ে প্রাণ গেল কিশোরের

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৭:৩৯ পিএম

লাশের প্রতীকী ছবি

লাশের প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় সাপের কামড়ে রনি হোসেন (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মে) রাত ১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাদপাড়া গ্রামের বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।

রানি হোসেন গ্রামের কৃষক জাবেদ আলীর ছেলে। তিনি চাঁদপাড়া বাজারে একটি দোকানে শ্রমিকের কাজ করতেন।

রনির বাবা জানান,  রনি অন্য দিনের মতো রাতে নিজেরদের বসত ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত ১২ টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে যন্ত্রণায় ডাক চিৎকার শুরু করেন। এক পর্যায়ে রনির বিছানায় একটি বিষধর গোখরা সাপ দেখতে পাই। রাত আনুমানিক ১ টার দিকে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, ঘটনা শুনেছি। রনি কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় আহত হন। সে অসুস্থ থাকার কারণে কয়েকদিন ধরে বাড়িতে অবস্থান করছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা  থানার ওস ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh