হিটস্ট্রোক করেছেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৮:৫৪ পিএম

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

শাহরুখ খান। ছবি: সংগৃহীত

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

গতকাল মঙ্গলবার (২১ মে) গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ছিল এবারের আইপিএলের কোয়ালিফায়ার ১।

সেখানেই কেকেআরের মুখোমুখি হয় সানরাইজার্স হায়দরাবাদ। জয়ী হয় শাহরুখের দল।

দুই ছেলে মেয়েকে নিয়ে এদিন মাঠে হাজির ছিলেন কিং খান।

বিভিন্ন মুহূর্তে তাকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।

এরপরই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। জানা গেছে, হাঁসফাঁস গরমে হিটস্ট্রোক হয়েছে শাহরুখের।

বর্তমানে তিনি আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই চিকিৎসা চলছে তার।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh