৪২ কোটি টাকার নেকলেস পড়ে কান উৎসবে কিয়ারা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ১১:৪৬ পিএম

কান চলচ্চিত্র উৎসবে কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

কান চলচ্চিত্র উৎসবে কিয়ারা আদভানি। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। রেড কার্পেট অভিনেত্রীর স্টাইলের লুক মুগ্ধ করেছে ভক্তদের।

কান চলচ্চিত্র উৎসবের রেড সি ফিল্ম ফাউন্ডেশন ফর উইমেন ইন সিনেমার গালা ডিনারে অংশ নিয়েছিলেন কিয়ারা আদভানি। অভিনেত্রীর এই ইভেন্টের লুকও নেটিজেনদের হট ফেভারিট। 

গালা ইভেন্টে কিয়ারা পরেছিলেন সিল্কের কাপড়ে তৈরি অফ শোল্ডার গোলাপি ও কালো রঙের গাউন। পোশাকটির পেছনে একটি বড় বো ছিল। চুল বেঁধে রেখেছিলেন একটি উঁচু খোঁপায়। পোশাকের পাশাপাশি কিয়ারার গলার হারটি বিশেষভাবে নজর কেড়েছে। শুধু তাই নয়, এ হারের মূল্য জানলে অনেকের চোখই কপালে উঠবে।

বলিউড হাঙ্গামা বলছে, কিয়ারা আদভানির গলার নেকলেসটি হীরার তৈরি। এ নেকলেসে হীরার ওপরে হলুদ রঙের পাথর বসানো হয়েছে। এটি তৈরি করেছে বিলাসবহুল ব্র্যান্ড বুলগারি। কিয়ারার গলার হারটির মূল্য ৩০ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ২০ লাখ টাকারও বেশি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh