নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০১:৪৬ পিএম
২ জুন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু। ফাইল ছবি
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি করা শুরু হবে আগামী ২ জুন থেকে। ফলে ১০ দিন আগেই টিকিট কাটতে পারবেন ঘরমুখী যাত্রীরা।
আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম এ তথ্য জানান।
মো. জিল্লুল হাকিম জানান, আগামী ২ জুন থেকে শুরু পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেলের আগাম টিকিট বিক্রি। চলবে ৬ জুন পর্যন্ত। এবারও টিকিট শতভাগ অনলাইনেই বিক্রি হবে।
তিনি জানান, ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে। এবার যাত্রীদের জন্য চলবে ১০ জোড়া ঈদ স্পেশাল ট্রেন।
মন্ত্রী জানান, এবার পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে সকাল ৮টা থেকে। আর পূর্বাঞ্চলের টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন দুপুর ২টা থেকে। ২ জুন দেয়া হবে ১২ জুনের টিকিট, ৩ জুন দেয়া হবে ১৩ জুনের, ৪ জুন ১৪ জুনের, ৫ জুন ১৫ জুনের এবং ৬ জুন ১৬ জুনের টিকিট দেয়া হবে।
ফিরতি টিকিট দেয়া হবে ১০ জুন থেকে। ১০ জুন দেয়া হবে ২০ জুনের টিকিট, ১১ জুন ২১ জুনের, ১২ জুন ২২ জুনের, ১৩ জুন ২৩ জুনের এবং ১৪ জুন ২৪ জুনের টিকিট দেয়া হবে বলেও জানান রেলমন্ত্রী।
এ সময় রেল পরিচ্ছন্ন রাখতে ও ঝুঁকি নিয়ে ছাদে না চড়তে অনুরোধ জানান রেলমন্ত্রী। তিনি বলেন, প্রশাসন ও যাত্রীরা মিলে একটা টিম, সফলতা ব্যর্থতা দুটোই আমাদের ভাগ করে নিতে হবে।