সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৩:১৫ পিএম

জামাল উদ্দিন ও মোহাম্মদ আলী ইমাম ভূইয়া। ছবি: সংগৃহীত

জামাল উদ্দিন ও মোহাম্মদ আলী ইমাম ভূইয়া। ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (২৭ মে) মারা যান তারা। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত আট বাংলদেশি হজযাত্রীর মৃত্যু হলো।

আজ মঙ্গলবার (২৮ মে) সকালে মক্কায় বাংলাদেশ হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত বাংলাদেশিরা হলেন- মোহাম্মদ আলী ইমাম ভূইয়া শাহাজাহান (৬৫)। তিনি কুমিল্লার সদর উপজেলার দক্ষিণ দূর্গাপুর এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ-০৮৪০০৫৪১। অপরজন হলেন জামাল উদ্দিন (৬৯)। তিনি কক্সবাজারের মহেশখালীর ধলঘাটা এলাকার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর এ-১১২০৬৯০৮।

হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনের তথ্য অনুযায়ী পবিত্র হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ব্যক্তিরা হলেন—মো. শাজাহান (৪৮), মো. ইদ্রিস (৬৪), মো. মুর্তজুর রহমান খান (৬৪), মো. লুৎফর রহমান (৬৫), মো. মোস্তফা (৮৯) ও মো. আসাদুজ্জামান (৫৭)।

উল্লেখ্য, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বাংলাদেশ থেকে ৪৬ হাজার ৯৮৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৩ হাজার ২৪১ জন হজযাত্রী যান।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh