বিনোদন রিপোর্ট
প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৭:০৭ পিএম
সোহেল আরমান। ছবি: সংগৃহীত
‘এইতো প্রেম’ সিনেমা দিয়ে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেন জনপ্রিয় নির্মাতা ও অভিনেতা সোহেল আরমান। ২০১৫ সালে এটি মুক্তি পায়। প্রথম সিনেমা দিয়েই তিনি সে সময় বেশ আলোচনায় আসেন। দীর্ঘদিন পর আবার সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন তিনি।
আগামী পহেলা জুন থেকে বিরতিহীনভাবে একটানা চলবে তার নতুন চলচ্চিত্র ‘সংবাদ’-এর দৃশ্য ধারণের কাজ। সিনেমাটিতে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী ইরফান সাজ্জাদ, আইশা খান, সোহেল মন্ডল, সালাউদ্দিন লাভলু ও তাহমিনা সুলতানা মৌ। ভয়েস টুডের ব্যানারে নির্মিতব্য সিনেমাটির গল্প লেখার পাশাপাশি প্রযোজনা করছেন এন এ খোকন। ১৮৭২ সালের জমিদার বাড়ির একটি হারানো গল্পে সিনেমাটি নির্মিত হবে। এর চিত্রনাট্য করেছেন সোহেল আরমান নিজেই।
আগামী ১ জুন শুরু হয়ে ১৩ জুন পর্যন্ত প্রথম লটের শুটিং চলবে বলে জানান নির্মাতা। একই মাসের ২১ জুন থেকে ৩০ জুন পর্যন্ত একটানা কাজ করে শেষ হবে সিনেমার পুরো দৃশ্য ধারণ। আগামী বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত সোহেল আরমান একাধারে চলচ্চিত্র ও নাট্য পরিচালক, চিত্রনাট্যকার ও গীতিকার। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ‘এইতো প্রেম’। তিনি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও লেখক আমজাদ হোসেনের পুত্র। তিনি ১৯৯২ সালে নির্মাণ শুরু করেন। এ পর্যন্ত তিনি পাঁচশর অধিক নাটক, বেশকিছু বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। তার লেখা ‘বেশ বেশ সাবাশ বাংলাদেশ’ গানটি ক্রিকেটপ্রেমীদের মুখে শোনা যায়। এটি গেয়েছেন বাংলা গানের যুবরাজ আসিফ আকবর।