ঝিনাইদহে সাপের কামড়ে নারীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৮ মে ২০২৪, ১০:১৮ পিএম

ঝিনাইদহ জেলার মানচিত্র। ফাইল ছবি

ঝিনাইদহ জেলার মানচিত্র। ফাইল ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম উপজেলার ঈশ্বরবা গ্রামের আকবর আলীর স্ত্রী।

স্থানীয় যুবক শাহ আলম জানান, স্বামী ও স্ত্রী মিলে ঈশ্বরবা গ্রামের মধ্যে দোকান পরিচালনা করেন। সেখানে পিয়াজী, চপ, বেগুনি ও চা বানিয়ে বিক্রি করেন। দুপুরে দোকানের মধ্যে চুলার খড়ি আনতে গেলে বিষাক্ত সাপে আনোয়ারা বেগমকে কামড় দেয়। এ সময় তিনি জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh