ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মে ২০২৪, ১০:১৮ পিএম
ঝিনাইদহ জেলার মানচিত্র। ফাইল ছবি
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামে বিষাক্ত সাপের কামড়ে আনোয়ারা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। আনোয়ারা বেগম উপজেলার ঈশ্বরবা গ্রামের আকবর আলীর স্ত্রী।
স্থানীয় যুবক শাহ আলম জানান, স্বামী ও স্ত্রী মিলে ঈশ্বরবা গ্রামের মধ্যে দোকান পরিচালনা করেন। সেখানে পিয়াজী, চপ, বেগুনি ও চা বানিয়ে বিক্রি করেন। দুপুরে দোকানের মধ্যে চুলার খড়ি আনতে গেলে বিষাক্ত সাপে আনোয়ারা বেগমকে কামড় দেয়। এ সময় তিনি জ্ঞান হারান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেছেন।