৩ দিনের রিমান্ডে সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১১:৩৫ পিএম

সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া। ছবি: সংগৃহীত

সৌদি এয়ারলাইন্সের কেবিন ক্রু রোকেয়া। ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় দুই কেজি স্বর্ণসহ গ্রেপ্তার নারী কেবিন ক্রুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২৯ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার রাতে ১ কেজি ৯৭৯ গ্রাম ওজনের ১১টি স্বর্ণের বার ও স্বর্ণালংকারসহ রোকেয়া খাতুন নামে সৌদি এয়ারলাইন্সের ওই কেবিন ক্রুকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আজিজুর তালুকদার। 

তিনি সমকালকে জানান, মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইন্সের একটি  ফ্লাইটে বিমানবন্দরে অবতরণ করেন তিনি। ফ্লাইট থেকে নামার পর ইমিগ্রেশন শেষে বিমানবন্দরের গ্রিন চ্যানেল এলাকায় তাঁর গতিবিধি সন্দেহজনক হলে তাঁকে জেরা করেন সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা। এ সময় তল্লাশি করে তাঁর হেফাজত থেকে ১১টি স্বর্ণবার, ৮টি স্বর্ণের চুড়ি ও ১টি চেইন উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি ৯৭৯ গ্রাম।

এ ঘটনায় বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে স্বর্ণপাচার বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে। রোকেয়ার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh