চালককে হত্যা করে রড ছিনতাই, হেলপার গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:০৫ পিএম

হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি। ছবি: বরিশাল প্রতিনিধি

হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি। ছবি: বরিশাল প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনায় ট্রাকচালক আল আমিনকে (৩৩) হত্যা করে ট্রাকবোঝাই রড ছিনতাইয়ের চাঞ্চল্যকর মামলার প্রধান অভিযুক্ত হেলপার মো. হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৮ ও র‌্যাব-০১ যৌথভাবে অভিযান পরিচালনা করে শনিবার (৮ জুন) রাতে ঢাকার উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রবিবার (০৯ জুন) র‌্যাব-৮ এর মিডিয়া অফিসার এএসপি ফয়জুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চালক আল আমিন গত ১৭ এপ্রিল সন্ধ্যা ৭ টার দিকে ট্রাকে ১৩ টন লোহার রড নিয়ে চট্টগ্রাম থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা হন।

ট্রাক মালিকের বক্তব্য অনুযায়ী, ১৮ এপ্রিল রাত ১১টার দিকে ট্রাক নিয়ে পটুয়াখালীর বাউফল থানাধীন কালিশুরি পয়েন্টে পৌঁছানোর কথা চালক আল আমিনের। কিন্তু তার কোন খোঁজ পায়নি ট্রাক মালিক।

পরবর্তী ২০ এপ্রিল পটুয়াখালীর দশমিনা উপজেলার পাতারচর গ্রামের তেতুলিয়া নদী থেকে চালক আল আমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃতদেহ শনাক্তের পর নিহতের মামা মো. সবুজ বাদী হয়ে দশমিনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সূত্রধরে ঢাকার উত্তরায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ট্রাকের হেলপার হাসানকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ থেকে এ মামলার আরেক আসামি শাহিনকে (২৮) গ্রেপ্তার করেছিল র‌্যাব। ট্রাক বোঝাই রড ছিনতাই করতেই পরিকল্পিতভাবে ট্রাক চালক আল আমিনকে হত্যা করা হয় বলে জানায় র‌্যাব।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh