অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:২৭ পিএম
নিউইয়র্কে ভারত-পাকিস্তানের টি-টোয়েন্টি ম্যাচের আগেই শুরু হয়েছে বৃষ্টির বাধা। ছবি: সংগৃহীত
নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের বহুল প্রতিক্ষীত টি-টোয়েন্টি ম্যাচ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াই রাজনৈতিক কারণে বন্ধ আছে দীর্ঘদিন ধরেই। একমাত্র আইসিসি এবং এসিসির সূচিই এখন ভরসা। তবে নিউইয়র্কে ম্যাচের আগেই শুরু হয়েছে বৃষ্টির বাধা।
নিউইয়র্কে এই মুহূর্তে প্রাপ্ত খবর অনুযায়ী, নাসাউ কাউন্টির মাঠে আধঘণ্টা আগে থেকেই শুরু হয়েছিল গুঁড়িগুঁড়ি বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে সেই বৃষ্টির বেগ বেড়েছে বলে জানা গিয়েছে। পুরো পিচ এখন পর্যন্ত ঢেকে রাখা হয়েছে। দুই দলের খেলোয়াড়রা মাঠে এসেছেন আরও আধঘণ্টা আগেই। তাদের হালকা ওয়ার্মআপ করতে দেখা গিয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত, তাদের কেউই এখন মাঠে নেই।
যদিও মাঝে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খানিক সময়ের জন্য বৃষ্টি থামার খবর জানিয়েছেন বেশ কয়েকজন দর্শক। তবে সেখানে পুরোপুরি থামেনি বর্ষণ। এমনকি ভারী মেঘের উপস্থিতিও দেখা গিয়েছে স্টেডিয়াম সংলগ্ন পুরো এলাকাজুড়ে। সদ্য প্রস্তুত হওয়া এই স্টেডিয়ামে এর আগে রান না হওয়ার কারণে সমালোচিত ছিল। এবার এর ড্রেনেজ বা পানি নিষ্কাশন ব্যবস্থা কেমন, সেটা নিয়েও পরীক্ষা চালানোর সময় এসেছে।
দ্রুত তৈরি হওয়া এই স্টেডিয়ামের বেশিরভাগ অংশেই নেই ছাদ। বৃষ্টির মাঝে দর্শকদের অবস্থাও ছিল কিছুটা সঙ্গীন। অনেককেই দেখা গিয়েছে ছাতা হাতেই রওনা হয়েছেন স্টেডিয়ামের দিকে। নাসাউ কাউন্টিতে মাঠের বাইরে এখনো আছে দর্শকদের বিপুল চাপ।