চঞ্চল আশরাফ
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৮:৪৯ পিএম
প্রতীকী ছবি
উড়ন্ত রাত্রির রেখা থেকে পিছলে যাচ্ছে স্মৃতি,
এইখানে আগুনের অভিজ্ঞান নিয়ে অজস্র
রঙিন নুড়ি ছড়িয়ে রয়েছে;
একা, নিদ্রাচ্যুত
রাত্রির তলায়, লবঙ্গের ঘ্রাণভরা যে সড়ক ধরে
হেঁটে গেছি, কঙ্কালের অজস্র পদচ্ছাপ তাতে
আমাকে বিদ্রুপ করে, বলে, ‘কেন এসেছিলে?’
আমার শরীর চুরমার করে চলে যায়
প্রতিটি গোধূলি, রাত্রি আসে ট্যাবুর ডানায়
আমাকে উড়িয়ে নিতে
ফেলে দিতে স্নায়বিক কোলাহলে;
দ্যাখো,
এই কুণ্ঠিত গ্রীবায় তার জিভের চিহ্ন লেগে আছে,
দ্যাখো, কপালের ঘাম মুছে নিজের ছায়ার
বাইরে এসেছি
এ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়ার আগে, শেষবার
এ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হওয়ার আগে, শেষবার
উড়ন্ত রাত্রি থেকে পিছলে যায় স্মৃতি, প্রিয়তমা,
তোমার চুম্বনে মেয়াদ-হারানো প্রেম, দগ্ধনীল ট্রমা