কক্সবাজারে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ১১:০১ পিএম

কক্সবাজার জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজার জেলার মানচিত্র। ছবি: সাম্প্রতিক দেশকাল

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুকুরে ডুবে দুই শিশু নিহত হয়েছে। আজ রবিবার (৯ জুন) দুপুরে  ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আজ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা। 

নিহতরা হলেন- পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি (২) এবং ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার দুলা মিয়ার মেয়ে ইলমা মনি (৩)। রবিবার বিকেলে তাদের মরদেহ মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে আত্মীয় স্বজন ও স্থানীয়রা।

স্থানীয়রা জানান, উঠুনে খেলতে গিয়ে নিখোঁজ হন দুই শিশু। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে হাফেজখানার পুকুরে তাদের মরদেহ ভেসে উঠতে দেখে হাফেজখানার ছাত্ররা পরিবারকে খবর দেন। পরে আত্মীয় স্বজনরা তাদের পুকুর থেকে উদ্ধার করে নিয়ে আসেন৷ 

ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh