আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১১:০৮ এএম
জেলেনস্কির শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৯। ছবি: সংগৃহীত
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৯ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ২৯ জন।
আজ বুধবার (১২ জুন) ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, একটি আবাসিক ভবনে হামলার ঘটনায় আহতদের মধ্যে পাঁচ শিশু রয়েছে। এর আগে চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
ইউক্রেনের প্রভাবশালী পত্রিকা দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছে জরুরি সেবা, পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে সার্চ ডগ। হামলার পর ওই এলাকায় আগুন নেভাতে দেখা গেছে দমকল কর্মীদের।
নিজের শহরে হামলার ঘটনায় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রতিদিন এবং প্রতি ঘণ্টায়, রাশিয়ান সন্ত্রাস প্রমাণ করে যে ইউক্রেনকে তার অংশীদারদের সঙ্গে নিয়ে বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা উচিত।
জেলেনস্কির শেয়ার করা ভিডিওতে দেখা যায়, একজনকে স্ট্রেচারে করে ধ্বংসস্তূপ থেকে বের করে আনা হচ্ছে। অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছে এবং উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের মধ্যে কংক্রিটের একটি ব্লক উত্তোলন করেছে।