বাজেটে কৃষিতে ভর্তুকি কমানো দুঃখজনক: নাসের শাহরিয়ার জাহেদী মহুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:১৬ এএম | আপডেট: ১৪ জুন ২০২৪, ০৫:৪২ পিএম

জাতীয় সংসদ; (ইনসেটে) ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। ফাইল ছবি

জাতীয় সংসদ; (ইনসেটে) ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী। ফাইল ছবি

প্রস্তাবিত বাজেটে কৃষিতে ভর্তুকি কমানোর বিষয়টিকে দুঃখজনক বলে উল্লেখ করে স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল বলেছেন, কৃষিনির্ভর দেশে কীভাবে অর্থমন্ত্রী ভর্তুকি কমালেন! এর কোনো যুক্তি দেখি না। 

গতকাল বৃহস্পতিবার (১২ জুন) সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন নাসের শাহরিয়ার জাহেদী।

তিনি চলতি বছরের মূল্যস্ফীতি প্রসঙ্গ টেনে বলেন, ৭৩৯টি পণ্যের মধ্যে পাঁচ শতাধিক হচ্ছে কৃষিজাত পণ্য। মূল্যস্ফীতি কমাতে কৃষির উৎপাদন বাড়াতে হবে। কৃষককে ভর্তুকি দিতে হবে। অত্যন্ত দুঃখজনক, কৃষিতে ৩২ দশমিক ৭ শতাংশ ভর্তুকি কমিয়ে দেওয়া হয়েছে। গত বছর যেটা (ভর্তুকি) ছিল, তা যেন থাকে সেই দাবি করেন তিনি।

এদিকে, দেশে আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। নোয়াখালী-৩ আসনের ক্ষমতাসীন দলের এমপি মামুনুর রশীদ কিরনের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, দেশের মোট আয়তন ১ কোটি ৪৯ লাখ ২১ হাজার হেক্টর ও মোট আবাদযোগ্য জমি ৮৮ লাখ ১৭ হাজার ৯৩৫ হেক্টর অর্থাৎ আবাদযোগ্য জমি প্রায় ৫৯ শতাংশ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh