নিরাপত্তা বিশ্লেষক আব্দুর রশীদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০১:০৮ পিএম

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মৃত্যুবরণ করেছেন। ফাইল ছবি

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মৃত্যুবরণ করেছেন। ফাইল ছবি

নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৪ জুন) ভোরে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং গুণগ্রাহী রেখে গিয়েছেন। আজ বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে আর্মি কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

পরিবারের সদস্যরা জানায়, গত দুমাস ধরে মেজর জেনারেল আব্দুর রশীদ সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন। এর আগে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখান থেকে দেশে ফেরার পর তার স্বাস্থ্যের অবনতি ঘটলে সিএমএইচে ভর্তি করা হয়।

সিনিয়র সাংবাদিক শাকিল মাহমুদ বলেন, তিনি আমার একজন প্রিয় মানুষ ছিলেন। আমার প্রতি স্নেহশীল ছিলেন। দেখা হলেই খোঁজ খবর নিতেন। টিভি প্রোগ্রাম এবং বিভিন্ন সেমিনারে দেখা হয়েছে বহু বছর ধরে। অতিথিপরায়ণ ছিলেন তিনি। সাক্ষাৎকারের জন্য কখনও গেলে নিজ হাতে চা তুলে দিতেন। সম্মান করতে জানতেন মানুষকে।

তিনি আরও বলেন, নিরাপত্তা ইস্যুতে উনার বিশ্লেষণ ভালো লাগত। লিখতেন নিয়মিত। ব্যক্তিগত আলোচনায় অনেক দ্বিমত করলে তিনি তা গ্রহণ করেছেন। সুন্দর করে কথা বলতেন তিনি। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে তিনি অকপটে কথা বলতেন। ইনিয়ে বিনিয়ে, ঘুরিয়ে কথা বলতে মেজর জেনারেল আব্দুর রশীদ পছন্দ করতেন না।

উল্লেখ্য, সেনাবাহিনীতে চাকরির সময় অতি মেধাবী অফিসার হিসেবে পরিচিত মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ। বিভিন্ন টকশোতে একজন স্পষ্টভাষী ও নির্ভীক বক্তা হিসেবে অংশ নেন এবং তার লেখা কলাম বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত প্রকাশিত হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh