নড়াইলে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০১:২০ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম শেখ। ছবি: নড়াইল প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম শেখ। ছবি: নড়াইল প্রতিনিধি

নড়াইল-ঢাকা মহাসড়কের হাওয়াইখালী সেতু এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নাঈম শেখ (১৭) নিহত হয়েছেন।

আজ শুক্রবার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম নড়াইলের কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামের ওহিদ শেখের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, নাঈম শেখ শুক্রবার সকালে তার চাচাবাড়ি নড়াইল থেকে মোটরসাইকেলে ঈশানগাতী গ্রামে যাচ্ছিলেন। পথিমধ্যে হাওয়াইখালী সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যান।

তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক শওকত হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নাঈম শেখ নিহত হয়েছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh