রাত থেকে বন্ধ হচ্ছে পণ্যবাহী ট্রেন চলাচল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ০৮:০৬ পিএম

ট্রেন। ফাইল ছবি

ট্রেন। ফাইল ছবি

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আজ শুক্রবার (১৪ জুন) রাত থেকে পণ্যবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ১৪ জুন রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্য ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব পণ্যবাহী (গুডস) ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

এ ছাড়া আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেস, মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

কর্মপরিকল্পনায় আরও বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কতিপয় মেইল এক্সপ্রেস বা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না।

এদিকে, কোরবানির পশু পরিবহনের সবশেষ ট্রেন শুক্রবার দুপুর ১টা ২০ মিনিটে ঢাকায় এসে পৌঁছেছে।

এর আগে, পশ্চিমাঞ্চল থেকে পশু পরিবহনের লক্ষ্যে ১২ থেকে ১৪ জুন পর্যন্ত ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ পরিচালনা করা হয়েছে।

এছাড়া পূর্বাঞ্চলে কোরবানির পশু পরিবহনের লক্ষ্যে ১২ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ ও ২ এবং ১৩ জুন ক্যাটল স্পেশাল ট্রেন ১ চলেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh