মিয়ানমার থেকে গুলি, শাহপরীর দ্বীপে যুবক আহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২৪, ১০:৪০ পিএম

কক্সবাজার জেলার মানচিত্র। ফাইল ছবি

কক্সবাজার জেলার মানচিত্র। ফাইল ছবি

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আলী জোহার (৩১) নামে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে। তবে ট্রলারের বাকিরা অক্ষত আছেন। শুক্রবার  (১৪জুন) বিকেল ৫টায় টেকনাফ-সেন্টমার্টিন রুটের শাহপরীর দ্বীপের কাছে এ ঘটনা ঘটে। আহত আলী জোহার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ আলী জোহার একজন রোহিঙ্গা। তিনি উখিয়ার রোহিঙ্গা ৩ নম্বর ক্যাম্পের জি-৮৪ ব্লকের বাসিন্দা। পেশায় তিনি রাজমিস্ত্রি।ভবনের কাজ করার জন্য সেন্টমার্টিন দ্বীপে গিয়েছিলেন। সেখান থেকে একমাস পর ফেরার পথে এ ঘটনা ঘটে।

তিনি জানান, বৃহস্পতিবার সেন্টমার্টিন থেকে চারটি ট্রলারে করে দ্বীপে আটকা পড়া লোকজনকে নিয়ে আসা হয়। কিন্তু তারা সেই ট্রলারগুলোতে উঠতে পারেননি। পরে ২৫-৩০ জন একজোট হয়ে একটি কাঠের ট্রলার ভাড়া করে রওনা দেন। শাহপরীর দ্বীপের পশ্চিম পাশ থেকে কূলে উঠার কথা থাকলেও ট্রলারের মাঝি তাদের নিয়ে যান শাহপরীর দ্বীপের পূর্ব পাশের ঘাটের দিকে। ওই সময় মিয়ানমার থেকে দুটি ট্রলার বের হয়ে সীমানার কাছাকাছি এসে গুলি চালায়। সেই গুলি এসে লাগে তার ডান পায়ে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি অজ্ঞান হয়ে যান। পরে ট্রলারের অন্যরা তাকে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। 

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি বলেন, বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদের মালিকাধীন চারটি ট্রলারে করে প্রায় ২৫০ জন সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরে এসেছিলেন। ওই ট্রলারগুলোতে গোলাগুলির ঘটনা ঘটেনি। এরপর প্রশাসনকে না জানিয়ে কেউ এসে থাকলে, তা আমার জানা নেই। তবুও বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh