নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০২:৫২ পিএম
ঢাকা মেডিকেল কলেজের জরুরি বিভাগ। ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় কোরবানি দিতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ৯৪ জন। আহত সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন।
আজ সোমবার (১৭ জুন) দুপুর পর্যন্ত চিকিৎসা নিতে আহত ব্যক্তিরা ঢামেকের জরুরি বিভাগে এসেছেন। জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সবাইকে সেলাই ও প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। তবে বেশিরভাগ রোগী কাটাছেঁড়ার। ডা. আমান বলেন, ডেমরার সারুলিয়ায় গরুর শিংয়ের আঘাতে গুরুতর আহত মো. বাবুল নামের একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়াও ৯৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।