চট্টগ্রামে মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৬:১৫ পিএম

মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজ সোমবার (১৭ জুন) সকাল ৬টা ৪৫ মিনিটে ফৌজদারহাট জলিল স্টেশনের রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিশ্বনাথ চন্দ্র পন্ডিত বিষয়টি নিশ্চিত করে বলেন, মালবাহী ট্রেনটি তেল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। কিন্তু ফৌজদারহাট স্টেশনের এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়ে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। ঘটনাটি লুপলাইনে ঘটায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষে জানানো হয়েছে। খুব শিগগিরই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh