প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৬:৩৬ পিএম | আপডেট: ১৭ জুন ২০২৪, ০৮:৫৬ পিএম
পবিত্র ঈদুল আজহার দিন কুরবানি করতে গিয়ে গরুর লাথি ও গুঁতা খেয়ে আহত প্রায় ২০০ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) এসেছেন। ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহার দিন কুরবানি করতে গিয়ে গরুর লাথি ও গুঁতা খেয়ে হাত ও পায়ের হাড় ভেঙে আহত হয়েছেন অনেকে। অনেকের ধারালো ছুরি-দায়ের আঘাতে হাত-পায়ের রগ কেটে গেছে। এমন প্রায় ২০০ জন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর) এসেছেন চিকিৎসা নিতে। এতো রোগীর চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসক ও নার্সরা।
আজ সোমবার (১৭ জুন) রাজধানীর বিভিন্ন এলাকায় কুরবানি করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর)-তে দেখা গেছে, নানা বয়েসী আহত রোগীরা কাতরাচ্ছেন। ঈরেদর ছুটি থাকায় এমনিতেই হাসপাতালে ডাক্তার নার্স কম। তার উপর এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত চিকিৎসা দেয়া প্রয়োজন, তবে তাতে কিছুটা বিলম্ব হচ্ছে। তবে তারা চেষ্টা করছেন যাতে সবাই চিকিৎসা পায়।
ডেমরার মুক্তার হোসেন নামের এক ব্যক্তি সকাল ৯টার সময় জবাইকারী ব্যক্তি গরুর গলায় পোচ দিতে গিয়ে তার হাতের ওপর ছুরি চালিয়ে দিয়েছেন। এতে তার ডান হাতের রগ কেটে গেছে। দ্রুত অপারেশন করাতে হবে। কিন্তু কয়েকটি হাসপাতাল ঘুরে অসহায় হয়ে পড়েছেন।
মুক্তার হোসেন বলেন, ঢাকা মেডিকেল থেকে বলা হয়েছে সেখানে রগের কাজ করা হচ্ছে না। রগের সেলাই দেয়া হচ্ছে না। পঙ্গু হাসপাতাল থেকে বলেছে-সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে। এখন কোথায় যাবো কী করবো?
মৌসুমি কসাই মোয়াজ্জেম হোসেন এসেছেন মুন্সিগঞ্জ থেকে। গরু কুরবানি করতে গিয়ে লাথি খেয়ে তার ডান পায়ের হাড় ভেঙে গেছে। জরুরি বিভাগে কাতরাচ্ছেন তিনি। মোয়াজ্জেম হোসেন বলেন, গরুর লাথিতে ডান পা ভেঙে একদম পায়ের হাড্ডি বের হয়ে গেছে।
মিরপুর-১ নম্বর থেকে এসেছেন সেলিম মিয়া। গরুর গুঁতা খেয়ে পাঁজরের হাড় ভেঙেছে তার। জরুরি বিভাগে হুইল ট্রলিতে কাতরাচ্ছেন এই বয়ষ্ক মানুষ। সেলিম মিয়ার স্ত্রী বলেন, গরু জবাই দেয়ার সময় লাফ দিয়েছে। গরুর পায়ের লাথি খেয়ে ছিটকে পড়ে কোমরের হাড় ভেঙেছে।
সিএনজি অটোরিকশাচালক তামিম। বাড়তি লাভের আশায় গরুর চামড়া ছিলতে গিয়ে হাতে পোচ লেগেছে তার। ডান হাতের কবজি কেটে হাসপাতালে তিনি। এর পাশেই কাতরাচ্ছেন বাবুল মিয়া। তিনি মুগদা থেকে এসেছেন। তিনি বলেন, কসাই গরু জবাই করতে গিয়ে বাম পায়ে পোচ মারছে।
কুরবানির গরু জবাই করার সময় ছুরির আঘাতে হাতের রগ কেটে গেছে রাজধানীর আজিমপুরের যুবক মনোয়ারের। তার ডান হাতের ৪০ শতাংশ কেটে দুই ভাগ হয়ে গেছে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (নিটোর) চিকিৎসক গণমাধ্যমকে বলেন, সকাল থেকে ২০০ রোগীর চিকিৎসা দেয়া হয়েছে। এদের মধ্যে কেউ গরুর শিঙের আঘাত পেয়েছেন, আবার কেউ বা ছুরি চালাতে গিয়ে আঙুল কেটে ফেলেছেন। এ রকমই বেশি। কেউ আবার গরুর গুঁতা খেয়ে হাত-পা ভেঙেছেন।