স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০৬:৫০ পিএম
বাংলাদেশের পেস আক্রমণে দিন দিন ভরসার প্রতীক হয়ে উঠছেন তরুণ তুর্কি তানজিম হাসান সাকিব। ছবি: সংগৃহীত
বাংলাদেশের পেস আক্রমণে দিন দিন ভরসার প্রতীক হয়ে উঠছেন তরুণ তুর্কি তানজিম হাসান সাকিব। এখন পর্যন্ত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ সফল তিনি। গ্রুপ পর্বের চার ম্যাচে নিয়েছেন ৯ উইকেট । আজ নেপালের বিপক্ষেও বল হাতে ছড়ি ঘুরিয়েছেন তিনি। ৪ ওভারে ২ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।
স্বল্প রানের টার্গেট দিয়েও নেপালের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। তবে টপ অর্ডার গুঁড়িয়ে দিয়ে নেপালের ব্যাটিং অর্ডার পঙ্গু করে দিয়েছিলেন তানজিম সাকিব। যদিও পরে বাকি কাজ সেরে নেয় সাকিব-মুস্তাফিজরা। নিজের এই বোলিংয়ের মাধ্যমে আরও একটি মাইলফলক স্পর্শ করেন তানজিম সাকিব। বিশ্বকাপের ইতিহাসে ২১টি বল ডট দিয়ে সর্বোচ্চ ডট বলের রেকর্ড গড়েছেন।
৭ রানে ৪ উইকেট নিয়ে বিশ্বকাপে বাংলাদেশি বোলাদের মধ্যে যা দ্বিতীয় সেরা বোলিং ফিগার। একইসঙ্গে টি-টুয়েন্টিতে তার ক্যারিয়ারসেরা বোলিংও এটি। গত ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করা ১৮ রানে ৩ উইকেট ভেঙে দিলেন এক ম্যাচ পর। প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টুয়েন্টি বিশ্বকাপের এক ম্যাচে নিলেন দুটি মেডেন। তবে সাকিব জানিয়েছেন এই ম্যাচে তাঁর ভালো করার আত্মবিশ্বাসই তাকে দিয়েছে সফলতা।
ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে এই কথাই বলেন তিনি। সাকিব বলেন, “(স্বল্প রানের টার্গেট) আমরা আতঙ্কিত হইনি। (ইনিংস বিরতিতে) আমরা বিষয়গুলো সহজ রাখতে চেয়েছিলাম। ভালো জায়গায় টান বল করে যাওয়ার পরিকল্পনা ছিল। আমাদের আত্মবিশ্বাস ছিল, এই স্কোর দিয়েই জেতা সম্ভব। বোলিংয়ে ভালো করায় এটা সম্ভব হয়েছে।