ঝড় তুলেছে দীপিকার বেবিবাম্পের ছবি

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১১:২৬ এএম

সোশ্যাল মিডিয়ায় এবার নিজেই বেবিবাম্পের ছবি দিলেন রণবীর ঘরণী। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় এবার নিজেই বেবিবাম্পের ছবি দিলেন রণবীর ঘরণী। ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়ায় এবার নিজেই বেবিবাম্পের ছবি দিলেন রণবীর ঘরণী। আর তাতেই নেটিচেনরা মেতেছেন, তার সমালোচনায়, তারা নানান তীর্যক বক্তব্যে তাকে নিয়ে ট্রল করেছেন। আবার অনেকে দীপিকাকে শুভেচ্ছা জানাচ্ছেন।

গতকাল বুধবার (১৯ জুন )সন্ধ্যায় মুম্বাইয়ে অনুষ্ঠিত হবে নাগ অশ্বিনের ‘কল্কি ২৮৯৮ এডি’র প্রি-রিলিজ ইভেন্ট। সেই ছবিতেও প্রেগন্যান্ট অবস্থাতেই দেখা যাবে দীপিকাকে। সেজেগুজে ইভেন্টের জন্য প্রস্তুত তিনি। ইনস্টায় শেয়ার করলেন নিজের লুক।

সাদা-কালো তিনটি ছবির প্রথমটিতে দীপিকার মুখের ক্লোজ আপ শট। পরের ছবিটি ঝাপসা, তাতেও উজ্জ্বল নায়িকার বেবি বাম্প। শেষ ছবিতে আলতো করে নিজের বেবি বাম্পে হাত রেখে খিলখিলিয়ে আসছেন হবু মা। সেপ্টেম্বরেই ভূমিষ্ঠ হবে রণবীর-দীপিকার প্রথম সন্তান।

দীপিকার দেখা মিলল ফর্ম-ফিটিং পোশাকে, একরঙা গাউনটির থাই চেরা। অগোছালো পনিটেলে চুল উঁচু করে বাঁধা, সঙ্গে মানানসই মেকআপ। দীপিকার রূপ যেন আরো বেড়েছে। ফ্যানেদের মতে এটা মাতৃত্বকালীন জেল্লা। 

কল্কি ২৮৯৮ এডি আগামী ২৭ জুন মুক্তি পেতে চলেছে। নাগ অশ্বিনের ছবিতে মুখ্য ভূমিকায় থাকবেন দীপিকা পাড়ুকোন, প্রভাস, অমিতাভ বচ্চন। রয়েছেন বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh