হাওরে প্রতি বছর বন্যা হবে: প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৬:৩৯ পিএম

বক্তব্য রাখছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

বক্তব্য রাখছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। ছবি: সুনামগঞ্জ প্রতিনিধি

পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, বন্যা পরিস্থিতি আরো অবনতি হলো আরো আশ্রয় কেন্দ্র ও খাদ সহায়তা বাড়ানো হবে। এছাড়া বন্যা শেষে ক্ষতিগ্রস্ত বাঁধ সড়ক নির্মাণে দ্রুত কাজ করা হবে। হাওরে প্রতি বছর বন্যা হবে, মেঘালয়ের বৃষ্টিতে পাহাড়ি ঢল নেমে হাওরাঞ্চল প্লাবিত হবে আর এটা মেনেই এ অঞ্চলে বসবাস করতে হবে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার জগন্নাথপুর, বিরামপুর বন্যার্ত এলাকায় ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, বন্যার্তদের জন্য সব সহযোগিতা নিয়ে পাশে আছে সরকার।

এসময় উপস্থিত ছিলেন সাবেক পরিকল্পনা মন্ত্রী সাংসদ এম এ মান্নান, সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ মোহাম্মদ সাদিক, সুনামগঞ্জ ১ আসনের সাংসদ রঞ্জিত সরকার, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, পুলিশ সুপার এহশান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh