টি-টোয়েন্টি বিশ্বকাপ

টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৪, ০৮:২৫ পিএম

সেমিফাইনালে উঠতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংলিশদের। ছবি: সংগৃহীত

সেমিফাইনালে উঠতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের বিকল্প নেই ইংলিশদের। ছবি: সংগৃহীত

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবিয়েছিল বাটলাররা। তাই সেমিফাইনালে উঠতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের বিকল্প নেই। সেই সঙ্গে রান রেটেও এগিয়ে থাকতে হবে ইংলিশদের।

আজ রবিবার (২৩ জুন) সুপার এইটের ম্যাচে টস জিতে যুক্তরাষ্ট্রকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে ইংল্যান্ড।

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে ইংল্যান্ড। মার্ক উডের বদলি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন পেস অলরাউন্ডার ক্রিস জর্ডান। অন্যদিকে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামছে যুক্তরাষ্ট্র।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, মঈন আলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফ্রা আর্চার, আদিল রশিদ, রিস টপলি ও ক্রিস জর্ডান।

যুক্তরাষ্ট্র একাদশ: স্টিভেন টেলর, অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স (অধিনায়ক), নীতিশ কুমার, শ্যাডলি ফন শ্যালকউইক, কোরি অ্যান্ডারসন, মিলিন্দ কুমার, হারমিত সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার ও আলী খান।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh