লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৪:৪২ পিএম
লালমনিরহাট জেলার মানচিত্র। ফাইল ছবি
লালমনিরহাটের পাটগ্রামে রাসেল ভাইপার সাপের দেখা মিলেছে। গতকাল রবিবার (২৪ জুন) সন্ধ্যার পর ওই উপজেলার সেটেলমেন্ট মসজিদের পাশে একটি সাপ দেখতে পান স্থানীয়রা। পরে সাপটি মেরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলামের বাসায় নিয়ে আসে স্থানীয় লোকজন।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম জানান, সাপের বাচ্চাটিকে এমন ভাবে মারা হয়েছে দেখে ভালোভাবে বুঝা যাচ্ছে না। তবে স্বাস্থ্য ও প্রাণী সম্পদ বিভাগের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটা রাসেল ভাইপার সাপের বাচ্চা।