পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৭:৩৬ পিএম
দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার। ছবি: পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে ঢাকায় কর্মস্থলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দে ওয়াহিদ নামে সুপ্রীম কোর্টের এক আইনজীবী ও তার দুই কন্যা সন্তান ও কার ড্রাইভার আহত হয়েছেন। নিহত হয়েছেন পিংকি খাতুন নামে তার স্ত্রী। আজ সোমবার (২৪ জুন) সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঔল ওভার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আব্দে ওয়াহিদের ছোট ভাই আব্দে আহাদ বলেন, রবিবার রাত ১১টার পর দেবীগঞ্জ থেকে প্রাইভেট কারে স্বপরিবারে রওনা দেন ভাইয়া-ভাবি আর ভাজতিরা। আজ ভোরের দিকে ভাইয়া ঠাকুরগাঁও এর এক বন্ধুকে ফোনে প্রথমে দুর্ঘটনার খবরটি জানান। পরে তার মাধ্যমে আমরা জানতে পারি।
সিরাজগঞ্জে কর্মরত সাংবাদিকরা জানান, আজ সোমবার সকাল ৬টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঔল ওভার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পঞ্চগড় থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে কারে থাকা সকলেই আহত হন।
আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এই বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কতর্ব্যরত চিকিৎসক ডা. শামীমুল হাসান আহত পিংকি খাতুনকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন এবং নিহতের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।