টি-টোয়েন্টি বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৪ জুন ২০২৪, ০৮:২০ পিএম
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও ভারত। ছবি: সংগৃহীত
সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ভারত। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ইতোমধ্যে টস হয়েছে। টস জিতেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তিনি অবশ্য বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন এসেছে। অ্যাস্টন অ্যাগারের পরিবর্তে একাদশে এসেছেন মিচেল স্টার্ক। ভারত অবশ্য অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে।
এই ম্যাচটিকে কোয়ার্টার ফাইনাল হিসেবে দেখছেন মার্শ। ভারতের বিপক্ষে খেলা সব সময়ই তাদের জন্য চ্যালেঞ্জিং। তবে জয় ভিন্ন অন্য কিছু ভাবছেন না অজি অধিনায়ক।