টি-২০ বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ১২:৫৬ এএম
সুপার এইটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়েছে ভারত। ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৪ রানে হারিয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে নিলো ভারত। অস্ট্রেলিয়াকে ২০৬ রানের লক্ষ্য দেয় রোহিত শর্মার দল। ভারতের দেয়া সেই লক্ষ্য ১৫.৩ ওভারের মধ্যে তাড়া করতে পারলে নেট রানরেটে এগিয়ে যাওয়ার পাশাপাশি সেমিফাইনালও নিশ্চিত হতো অজিদের।
তবে শেষ পর্যন্ত ২০ ওভার ব্যাটিং করেও ম্যাচটি জিততে পারেনি অস্ট্রেলিয়া। উল্টো ২৪ রানে হেরে সেমিফাইনালে খেলার সুযোগ প্রায় হাত ছাড়া হয়ে গেছে অজিদের। বিপরিতে গ্রুপ-১ থেকে প্রথম দল হিসেবে সেমিতে পা রাখল রোহিত শর্মার দল।
আজ সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রান করেন রোহিত। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ২০ ওভারে ২০৫/৫ (রোহিত ৯২, সূর্যকুমার ৩১, দুবে ২৮, পান্ডিয়া ২৭, পন্ত ১৫; হ্যাজলউড ১/১৪, স্টার্ক ২/৪৫, স্টয়নিস ২/৫৬, জাম্পা ০/৪১)
অস্ট্রেলিয়া: ২০ ওভারে ১৮১/৭ (হেড ৭৬, মার্শ ৩৭, ম্যাক্সওয়েল ২০, ডেভিড ১৫, কামিন্স ১১* ; অর্শদীপ ৩/৩৭, কুলদীপ ২/২৪, অক্ষর ১/২১, বুমরা ১/২৯, জাদেজা ০/১৭)
ফল: ভারত ২৪ রানে জয়ী।
ম্যাচসেরা: রোহিত শর্মা (ভারত)।