ঝিনাইদহে মস্তকবিহিন লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০১:০৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঝিনাইদহের কোটচাঁদপুরে বলুহর ডাকাতির মাঠে অজ্ঞাত (৩০) এক যুবকের ট্রেনে কেটে মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২৫ জুন) সকালে শরীর থেকে মাথা বিচ্ছিন্ন অবস্থায় লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

রেলের এক লাইনম্যান নয়ন জানান, কোটচাঁদপুর স্টেশন থেকে ২ কিলো দূরত্বে ৯৯/৮ এর ১০০/০ নং পিলারের কাছে একটি লাশ আছে বলে খবর পায়। পরে ঘটনাস্থলে এসে লাশটি রেল লাইন থেকে সরানো হয়। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়েছে।

কোটচাদপুর থানা ওসি সৈয়দ আল মামুন জানান, আমরা খবর পেয়ে সেখানে যাই। যশোর জিআরপি পুলিশের কাছে খবর দেওয়ার পর তারা এসে মস্তকবিহিন লাশটি উদ্ধার করে। যেহেতু লাশের মাথা এখনো পাওয়া যায়নি সে কারণে কিছু বলা যাচ্ছে না।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh