ফেসবুকে মেয়েদের নক দেন তৌসিফ

বিনোদন রিপোর্ট

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৪:০০ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৪, ১০:৪৯ পিএম

অভিনেতা তৌসিফ ও তটিনি। ছবি: সংগৃহীত

অভিনেতা তৌসিফ ও তটিনি। ছবি: সংগৃহীত

সদ্য ব্রেকআপের পর নতুন গার্লফ্রেন্ড খোঁজার জন্য মেয়েদের মেসেঞ্জারে নক করছেন তৌসিফ। তার কাছে প্রেম বলে কিছু নেই, সবই ক্ষণিকের আকর্ষণ। তাই তার কোনো সম্পর্কই বেশি দিন টেকে না।

অন্যদিকে রোমান্টিক মেয়ে তটিনি। অল্পতেই প্রেমে পড়ে যান তিনি। সারাক্ষই একটা ফ্যান্টাসির মধ্যে থাকেন। তবে তারও কোনো প্রেম বেশি দিন থাকে না। 

‘যেখানে প্রেম নেই’ শিরোনামের একটি নাটকে এমন চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই দুই তারকাকে। এখানে তৌসিফের চরিত্রের নাম সাগর, তটিনি অভিনয় করেছেন তন্নি চরিত্রে। 

রঙ্গন এন্টারটেইনমেন্টে মঙ্গলবার নাটকটি প্রচারে আসে। জামাল হোসেনের প্রযোজনায় এটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। এটির চিত্রনাট্য করেছেন অর্ক মোস্তফা।

এতে আরো অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, মনিরা ইউসুফ মেমী, সৈয়দ নওশীন ইসলামসহ অনেকে। 

নাটকটি নিয়ে নির্মাতা রিংকু বলেন, প্রেম ভালোবাসার সুন্দর একটি গল্প নিয়ে এ নাটকের গল্প। এখানে দুটি চরিত্রের মধ্য দিয়ে বাস্তবতা ও কল্পনার চিত্রটি তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক পুরো নাটকটি দেখলে প্রেম-ভালোবাসার অনেক আবিষ্কার করতে পারবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh