শামসেত তাবরেজী
প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৬:৫৯ পিএম
গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল
আনত কলের মুখ
ঝরে পানি নিঃসংশয়ে
তা হতে ছোট ছোট নদী সমান্তরাল বহে শরীর নাচায়ে
এইবার তাহলে বুঝুক
সবই এক গাণিতিক গাথা
সংখ্যা আর বিন্দুর চলন প্রতিভা
এমন মুহূর্তও আছে বলাই যাবে না
কোনটা বা গোড়া আর কোনটা বা মাথা
এরই মাঝে টু-পাইস কামাই করেন নৈরাকার বিধাতা
দ্বিধা হয়ে রাত্রি ও দিবা!