আরও বাড়লো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৪, ০৯:৩০ পিএম

স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

স্বর্ণালংকার। ছবি: সংগৃহীত

আবারও দাম বেড়েছে সোনার। এ দফায় ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরির সোনার দাম বেড়েছে ১৪০০ টাকা। ফলে এ মানের প্রতি ভরি সোনার নতুন দাম হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা।

আজ মঙ্গলবার (২৫ জুন) জুয়েলারি ব্যবসায়ীদের সমিতি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার (২৬ জুন) থেকে নতুন দাম এ কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস বলেছে, স্থানয়ি বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়েছে। তাই দেশের বাজারেও সোনার দাম বাড়ানো হয়েছে। নতুন দর অনযায়ী প্রতি ভরি ২২ ক্যার্টে সোনার দাম হবে এক লাখ ১৮ হাজার ৩৫৫ টাকা। এতদিন এ দর ছিল এক লাখ ১৬ হাজার ৯৫৫ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২১ ক্যারেট মানের প্রতি ভরির দাম হবে এক লাখ ১২ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৬ হাজার ৮৩৫ এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৮০ হাজার ৬২ টাকা।

এতিদন ২১ ক্যারেট মানের প্রতি ভরির দাম ছিল এক লাখ ১১ হাজার ৬৩৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৬৯১ এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭৯ হাজার ১১৭ টাকা। সেই হিসাবে ২১ ক্যারেট প্রতি ভরিতে ১৩৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরিতে ১১৪৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরিতে ৯৪৫ টাকা বাড়ল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh