মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:৩৩ এএম
প্রতীকী ছবি
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদী থেকে এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ।
মহম্মদপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) বোরহান-উল-ইসলাম বলেন, মহম্মদপুর থানা এলাকায় মধুমতি নদীতে ভেসে আসা এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের কোমরের নিচ থেকে শরীরের অর্ধেক গলে গেছে। থানা পুলিশর পক্ষ থেকে মধুমতি নদী সংযুক্ত জেলা ফরিদপুর, যশোর, ঝিনাইদহ, নড়াইলে এ ব্যাপারে বার্তা পাঠানো হয়েছে। মৃত নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।